Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুধর্ষণের অভিযোগে মামলা

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৫০ এএম, ১৮ নভেম্বর, ২০১৬

নোয়াখালী ব্যুরো : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে সাত বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

আজ বুধবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। আহত ওই শিশুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা জসীম উদ্দিন বলেন, আমার মেয়ে মঙ্গলবার রাতে পণ্য কিনতে বাড়ির পাশের দোকানে যাচ্ছিলো। এসময় একই গ্রামের সবুজ নামে এক বখাটে ফুসলিয়ে তাকে পাশের সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে আহত অবস্থায় সে বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকে এবং স্বজনদের জানায়।

এরপর রাতেই তাকে নিয়ে বেগমগঞ্জ থানায় গেলে পুলিশ ওই শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ফারজানা অমি জানান, মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ জানান, এ ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ