Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যমুনা ফার্টিলাইজারে অগ্নিকান্ড, উৎপাদন বন্ধ

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ৯:১২ পিএম

সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সারকারখার ভেসেলে শনিবার বিকেলে হঠাৎ লিকেজ দেখা দেয়ায় এতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে বিকেল সাড়ে ৫টায় সার উৎপাদন বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট।

তবে এ অগ্নিকান্ডে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ভেসেলের লিকেজ সারিয়ে খুব দ্রুত উৎপাদনে ফেরা যাবে বলেও জানায় ওই সূত্রটি।

এ ব্যাপারে যমুনা সার করখানার অতিরিক্ত রাসায়নিক কর্মকর্তা আব্দুল হাকিম সাংবাদিকদের জানান, কারখানার ভেসেলে শনিবার বিকেলে লিকেজ দেখা দেয়। লিকেজ সারাতে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। লিকেজ সারিয়ে খুব শীঘ্র উৎপাদনে ফেরা সম্ভব হবে বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ