Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনায় মূর্তির মাথা ভাঙার কথা আদালতে স্বীকার করেছে অনিক মন্ডল

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ৮:৫১ পিএম | আপডেট : ৬:০০ এএম, ৮ মে, ২০২২

খুলনার ফুলতলা এম এম কলেজ সার্বজনীন পূজা মন্দিরের দেবী সরস্বতীর মূর্তির মাথা ভেঙে নেয়ার সময় হাতে নাতে আটক অনিক মন্ডল আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। মূর্তি ভাঙার কথা আদালতে স্বীকার করলেও কেন এমন কাজ করেছে বা এর পিছনে কী উদ্দেশ্য ছিল তা বলেনি অনিক মন্ডল। এ তথ্য জানিয়েছেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস তালুকদার।


মামলার তদন্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার রায় জানান, ফুলতলা এম এম কলেজ সার্বজনীন পূজা মন্দিরে সরস্বতী মূর্তির মাথা ভেঙে নেয়ার ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় আটক অনিক মন্ডলকে শনিবার ৭ মে বিকালে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাস এর আদালতে হাজির করা হয়। এ সময় আসামী অনিক বিশ্বাস দেবীর মাথা ভেঙে নেয়ার বিষয়টি স্বীকার করে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

এদিকে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শনিবার বিকালে মন্দির চত্বরে কমিউনিটি বিট পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ ইলিয়াস তালুকদার, হিন্দু মহাজোটের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক প্রশান্ত কুন্ডু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম কুন্ডু, সাধারণ সম্পাদক সনজিৎ বসু, অজয় সাহা, ইউপি সদস্য জিএম ইমদাদুল হক মিটুল, ডালিয়া বেগম, রায়হান সরদার প্রমুখ।

প্রসঙ্গতঃ শুক্রবার দুপুরে ফুলতলা এম এম কলেজ সার্বজনীন পূজা মন্দিরের দেবী স্বরস্বতীর মূর্তির মাথা কেটে নেয়ার সময় হাতে নাতে আটক হয় অনিক মন্ডল। সে যশোর অভয়নগর উপজেলার ধুলগ্রামের অসীম মন্ডলের পুত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ