Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বিজিবি সদস্যের মৃত্যু

পটুয়াখালী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ১২:০২ এএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে আল-আমিন (৩০) নামের এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের চালতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই গ্রামের আদম আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাচাতো ভাইয়ের বিয়ে অনুষ্ঠানের আলোকসজ্জার তার স্পর্শ করে যাওয়ার সময় বিদ্যুৎপৃষ্ঠ হন। এ সময় আশেপাশে কেউ না থাকায় সেখানেই মারা যান তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ (সানু মোল্লা) ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, লাশ ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ