রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের আনোয়ারায় কুকুরের কামড়ে শিশু-কিশোর ও বৃদ্ধসহ অন্তত ১৫ জন আহতের ঘটনা ঘটেছে। শুক্রবার(৬ মে) বিকাল থেকে শনিবার(৭মে)সকাল পর্যন্ত উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড় ছমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হল, ছমদিয়া এলাকার মো. আবিদ(৮), মো. জিহাদ(১২), শামসুল ইসলাম(৫৫), হামিদুল ইসলাম(৫০), আবুল কালাম(৭০), উৎপল দাশ(৩৫) ও সাামির(১০), নাছির উদ্দিন(৫০), মো. জাহিদ(১২), নুর মোহাম্মদ (৬০) মো. দিদার (৪০), নুর নাহার বেগম (৫০), আবদুল আজিজ (৪৫), আবদুর রশিদ(১৭)। আহতদের আনোয়ারা হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শহীদ জানায়, শুক্রবার বিকালে শিশুরা খেলা করার সময় হঠাৎ একটা পাগলা কুকুর এসে মো. আবিদ নামের একটি শিশুকে কামড় দেয়। এরপর কুকুরটি এলাকার ৭ জনকে কামড় দেয়। পরের দিন সকালেও একই ভাবে কামড়তে থাকে। এ পর্যন্ত ১৫ জনকে কামড় দিল।
এলাকাবাসী কুকুরটাকে মারতে লাঠিসোটা নিয়ে পাহারা দিচ্ছে বলেও জানাযায়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, কুকুরের কামড়ে আহত বরুমচড়া এলাকার ১৫ জন শিশু- কিশোর ও নারী-পুরুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।