Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগতিতে অতিরিক্ত ভাড়া নেয়ায় ৯ চালকের জরিমানা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ১২:০২ এএম

লক্ষ্মীপুরের রামগতিতে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৯ সিএনজিচালিত অটোরিকশা চালকের বিরুদ্ধে ৯ টি মামলা ও তাদের কাছ কাছ থেকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আজাদনগর ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। রামগতি থানা পুলিশের সহায়তায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খান এ জরিমানা করেন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তনু চৌধুরী জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, রামগতির বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য,রামগতি উপজেলার চারটি রুটে নিয়মিতভাবে সিএনজি অটোরিকশা চলাচল করে।
আলেকজান্ডার থেকে সোনাপুর-রামগতি বাজার ও কমলনগর উপজেলার হাজীরহাট।
কিন্তু ঈদকে কেন্দ্র করে এসব রোডে চলাচলকারী সিএনজি ও অটোরিকশাগুলো অতিরিক্ত তিনগুণ ভাড়া আদায় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ