রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার বরুড়া উপজেলার পেরপেটি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উৎসব ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন।
বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে আনন্দ র্যালি বের হয়। পরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে অনুষ্ঠানে।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবদুল মমিন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, ৬০ বছর পূর্তি উৎসবের আহবায়ক মো. সোহেল
পারভেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. কবির হোসেন, অর্থমন্ত্রনালয়ের উপসচিব মো. শাহআলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাম্মেল হক, কুমিল্লার সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান মজুমদার, বরুড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান,পেরপেটি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ খান,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নেয়ামুল হক খান, প্রাক্তন শিক্ষার্থী বুয়েটের প্রকৌশলী আমির হোসেন মিলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী শরীফুল আজম।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শরীফুল আলম ও নাজমুল হোসেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে ৩০ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।