বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদতা : অবশেষে বুধবার সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় পৌর শহরের মাঝে ফুলজোড় খালের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই খালের দু’পাশের দোকান ও বাড়ি মালিকেরা আস্তে আস্তে খাল ভরাট করে দোকান ও বাড়ির জায়গা সম্প্রসারণ করায় খালটির অস্তিত্ব হারিয়ে গিয়েছিল। পৌরবাসী দীর্ঘদিন ধরে খালের দু’পাশে অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে এখানে একটি পার্ক করার প্রস্তাব দিয়ে আসছেন। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদের উপস্থিতিতে পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম থানা পুলিশের সহযোগিতায় প্রায় সোয়া ১ কিলোমিটার দীর্ঘ ফুলজোড় খালের দু’পাশের অবৈধ স্থাপনা ভাঙতে শুরু করেন। শতাধিক শ্রমিক এসকোভেটর মেশিন লাগিয়ে এ কাজে অংশ নেয়। এতে প্রায় ২শ’কোটি টাকার সম্পত্তি রক্ষা পেল।
পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, পৌরবাসীর দাবি পূরণের লক্ষ্যে পৌরসভা ফুলজোড় খালটি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষার উদ্যোগ নিয়েছে। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতায় দু’পাশের স্থাপনা উচ্ছেদ করে খালটি পুনঃ খননের মাধ্যমে এখানে একটি দৃষ্টিনন্দন পার্ক গড়ে তোলা হবে। ভেতরে খালটি লেকে রূপান্তরিত হবে। লেকের উপরে মোট তিনটি আকর্ষণীয় সেতু নির্মাণ করা হবে। দু’পাশে মার্কেটও গড়ে তোলা হবে। এতে ফুলজোড় খালটি পৌরবাসীর বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হবে। মেয়র এব্যাপারে সহযোগিতার জন্য স্থানীয় সুধিজন ও পৌরসভার বাসীন্দাদেরকে ধন্যবাদ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।