Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইফুল ইসলামের চিকিৎসায় সাহায্যের আবেদন

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ১২:০২ এএম

পাবনার চাটমোহরের উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। ঢাকার বনানী ক্লিনিকের ক্যান্সার স্পেশালিস্ট প্রফেসর ডাঃ মোঃ মাহবুব উল আলমের তত্বাবধানে তিনি চিকিৎসা গ্রহণ করছেন। ২১ দিন পর পর তাকে ক্যামো নিতে হচ্ছে। প্রতিটি ক্যামোতে এক লাখ টাকা করে ব্যয় হচ্ছে। একজন স্কুল শিক্ষকের পক্ষে এই ব্যয় সংকুলান করা দুঃসাধ্য। ইতোমধ্যে চিকিৎসার জন্য তাঁর প্রচুর টাকা ব্যয় হয়েছে। এ মূহুর্তে তাঁর চিকিৎসার জন্য আরো টাকার প্রয়োজন। এ কারণে তিনি তাঁর চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বন্ধু বেসরকারি সংস্থা জাগরনী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মোহররম হোসেন চিকিৎসার জন্য তাঁর বন্ধু-বান্ধব ও দেশের বিত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আহবান জানিয়েছেন। কেউ সহায়তা দিতে চাইলে বিকাশ একাউন্ট নম্বর,মোঃ সাইফুল ইসলাম ০১৭১৩৭৪৯০০০ তে সহায্য পাঠানো অনুরোধ করেছেন। অথবা প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করতে পারেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ