Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে সেতুমন্ত্রীর আসার খবরে রাতারাতি ভাঙ্গাচোরা রাস্তা মেরামত করতে গিয়ে ট্রাকচাপায় সওজ শ্রমিক নিহত

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৯ এএম, ১৮ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ঝিনাইদহ আসার খবরে রাতারাতি ভাঙ্গাচোরা রাস্তা মেরামত করতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন (৫০) নামে এক শ্রমিক। তিনি মহেশপুর উপজেলার বজরাপুরা গ্রামের হানেফ পাটোয়ারীর ছেলে। এ সময় আহত হয়েছেন আরো ৬ জন। পুলিশ ট্রাকটি আটক করেছে। ঝিনাইদহ মঙ্গলবার রাত দুইটার দিকে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈয়দ আহম্মেদ নান্নু ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক হিসেবে রাস্তা মেরামতের কাজে ব্যস্ত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা আব্দুর রহমান জানান, গভীর রাতে বিষয়খালী বাজার এলাকায় ভাঙ্গাচোরা রাস্তা মেরামত করছিলেন ৭/৮ জন শ্রমিক। এ সময় যশোর থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক শ্রমিকদেরকে চাপা দেয়। এতে সৈয়দ আহমেদ নান্নু সহ ৭ শ্রমিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমেদকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, ট্রাকটিকে আটক করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান জানান, জেলার বিভিন্ন সড়কের অবস্থা খারাপ। এ অবস্থায় সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের ঝিনাইদহে আসছেন। মন্ত্রীর আগমন উপলক্ষে সড়ক মেরামতের কাজ করছিলেন শ্রমিকরা। কাজের সময় তাদের উপর ট্রক তুলে দেওয়া হয়। এতে সওজ বিভাগের এক শ্রমিক নিহত ও ৬ জন আহত হন।

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ