Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবিতে নেত্রকোনায় শিক্ষক সমাবেশ

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৭ এএম, ১৮ নভেম্বর, ২০১৬

নেত্রকোনা জেলা সংবাদদাতা : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবিতে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন, শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

নেত্রকোনা জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. আনিছুল হকের সভাপতিত্বে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন ও শিক্ষক সমাবেশে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন প্রদানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল হান্নান, সহ-সভাপতি মাওঃ মো. সাইদুর রহমান, যুগ্ম সচিব মাওঃ নূরুল অমিন, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, মো. খবিবুর রহমান, আবু বক্কর সিদ্দিক, মো. জুয়েল মিয়া ও মো. শাহাদাৎ প্রমুখ। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং গণশিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ