রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজশাহীতে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
রাজশাহী ব্যুরো
রাজশাহীর পুঠিয়ায় ঈদের দ্বিতীয় রাত থেকে নিখোঁজ কলেজ ছাত্র হাসিবুর রহমান সাগর (১৯) নামের এক কলেজ ছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকান্ডের শিকার সাগর উপজেলার বেলপুকুর থানার বেলপুকুর গ্রামের সাহাদ আলীর ছেলে ও বেলপুকুর আইডিয়ার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
শুক্রবার সকালে বেলপুকুর থানা পুলিশ হাসিবুলের লাশ উদ্ধার করে। নিহত পিতা সাহাদ আলী জানান, ঈদের দ্বিতীয় দিনে নাটোরের লালপুরের গ্রীণ ভ্যালী পার্কে বেড়াতে যায়। সেখানে বেড়াতে যাওয়ার পর বাড়িতে আসে আসার পর বুধবার রাত থেকে সে আর বাড়ি ফিরেনি।
ওই দিন রাতে অনেক খোঁজখোঁজি করে তার সন্ধান না পেয়ে বেলপুকুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার ভোরে নিখোঁজ হাসিবুলের মা ও খালা ছেলের খোঁজে বের হয়। খোঁজখোঁজির এক পর্যায়ে বেলপকুর রেলগেটের পূর্ব পাশে সিগন্যাল পাখার সামনে হাসিবুলের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের আলামত সংগ্রহের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়। রাজশাহীর সিআইডি টিম এসে লাশের আলামত সংগ্রহ করে।
তিনি বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে হাসিবুলকে দুইদিন আগে মেরে এখানে ফেলে রেখে যায় হত্যাকারীরা।
সেনবাগে বালতিতে ডুবে শিশুর মৃত্যু
সেনবাগ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগে বালতির পানিতে ডুবে মাহি (১) নামের এক ফুটফুটে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বাতুল্লা (বীরকোট) গ্রামের বাচ্চু মিয়ার বাড়ীর মো. ইউসূফের মেয়ে।
স্থানীয় সূত্রে জানাযায় বৃহস্পতিবার বিকেল ৫টার সময় একই বাড়ীর মতিন মিয়ার রান্না ঘরে উচ্ছিষ্ট পানি ভর্তি বালতিতে মাহিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে বাড়ীর লোকজন। অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
নিহত মাহি চার বোনের মধ্যে সবার ছোট। ওই বাড়ীর সকলের আদরের ফুটফুটে শিশুটির মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছেনা। পরিবারটিতে চলছে শোকের মাতম।
কোম্পানীগঞ্জ ঝগড়া থামাতে গিয়ে হার্ট অ্যাটাকে ইউপি সদস্যের মৃত্যু
নোয়াখালী ব্যুরো
কোম্পানীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে হার্ট অ্যাটাকে এক ইউপি সদস্য মারা যান। নিহত ইউপি সদস্যের নাম মো. শাহ আলম (৬২) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় নিহত ইউপি সদস্যের এক ছেলের সাথে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় কয়েকজন যুবককের সাথে ঝগড়া বেধে যায়। খবর পেয়ে ইউপি সদস্য শাহ আলম ঘটনাস্থলে গেলে স্থানীয়দের সাথে তাঁর বাকবিতণ্ডা হয়। ওই সময় ইউপি সদস্য শাহ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর সেখান থেকে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যায়।
হাতি উদ্ধার
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
চট্টগ্রাামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া হরিহর জামিলাবাদ পাহাড়ী এলাকার বিলের মাঝে আবারো জমির ডেপায় আটকা পড়েছে বন্য হাতি। খবর পেয়ে আটকা পড়া বন্য হাতি উদ্ধার করে গতকাল থেকে বন বিভাগের যৌথ চিকিৎসক দল চিকিৎসা ও পর্যবেক্ষন করছেন। নারিশ্চা বিটের স্টাফ প্রদীপ লাল সাহা বলেন, বুধবার সকালে আবারো বন্য হাতি রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিটের লট নং-২ বিলের মাঝে ডেপায় আটকা পড়ার খবর পায়। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলামের দিক নির্দেশনায় রাঙ্গুনিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির এর নেতৃত্বে নারিশ্চা বন বিটের বিট কর্মকর্তা মিন্টু কুমার দে এর সার্বিক সহযোগিতায় বিভিন্ন কৌশলে বন্য হাতি উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।