বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, ‘দ্রব্যমূল্য নিয়ে আমরা বিব্রত। সয়াবিন তেল নিয়ে যা চলছে, এর কোনো ব্যাখ্যা নেই। এই সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার এ সি কে মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বিএনপি আন্দোলন করছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে। বিএনপির নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি ক্ষমতা লোভী একটি দল, যারা আইন কানুনের ধার ধারে না, মানুষের তোয়াক্কা করে না, ক্ষমতায় যাওয়াই তাদের একমাত্র লক্ষ্য। বিএনপি যারা করেন তারা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন, পীর সাহেব বা মাওলানা সাহেব নন। তারা রাজনীতি করেন ক্ষমতার জন্য। গত ১৫ বছরে তারা ক্ষমতায় যাওয়ার জন্য আগুনসন্ত্রাস, জঙ্গি তাণ্ডব, হেফাজতে ইসলামকে দিয়ে ঢাকা শহর পুড়িয়ে ক্ষমতা দখলের চেষ্টা করেছেন এবং নির্বাচন বানচাল করারও চেষ্টা করেছেন। সুতরাং তারা কেউই সন্ন্যাসী নন।’
হাসানুল হক ইনু বলেন, ‘যখন কোনো রাজনীতিবিদ বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না জনগণের জন্য আন্দোলন করছি। একজন রাজনীতিবিদের মুখে এমন কথা শোভা পায় না, রাজনীতি মানেই ক্ষমতা।’
ইনু বলেন, ‘বিএনপির ক্ষমতার লোভ এত বেশি যে উনারা ২০০৯ সালের নির্বাচনে হেরে যাওয়ার পরে পাঁচটা বছর অপেক্ষা করার চেষ্টা করেননি। তারা পাঁচ বছরের আগেই আগুনসন্ত্রাস, জঙ্গি তাণ্ডব এবং হেফাজত দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন।’
ইনু আরও বলেন, ‘বিএনপি হচ্ছে ক্ষমতালিপ্সু একটি দল, যারা আইনকানুনের ধার ধারে না, মানুষের তোয়াক্কা করে না, ক্ষমতা তাদের একমাত্র লক্ষ্য। দেশে আন্দোলন করার অধিকার সবার আছে। তবে আন্দোলনের নামে আগুনসন্ত্রাস, জঙ্গিতাণ্ডব, রাতের অন্ধকারে ক্ষমতা দখলের চক্রান্ত ও বিদেশিদের পক্ষে তদবির করে ক্ষমতা দখলের পাঁয়তারা করবেনা না।’
অনুষ্ঠানে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।