Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ১৪৪ ধারা

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০২২, ৩:১৯ পিএম

পটুয়াখালী জেলার বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুই গ্রুপ একই সময় সংবাদ সম্মেলন আহবান করায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষায় ওই ঘোষণায় বাউফল শহরে মাইকিং করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন আদেশে মাইকিং হয়।

জানাগেছে, বাউফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার সকাল ১০টায় প্রথমে জনতা ভবনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সংবাদ সম্মেলন আহবান করে। ঠিক একই সময় একইস্থানে পটুয়াখালী-২ বাউফল আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে এমপি আ,স,ম ফিরোজ উপজেলা চেয়ারম্যান মোতালেবের মধ্যে দলীয় বিরোধ চলে আসছিল।এ বিরোধের জেরে বিগত কয়েকবছর ধরে এ দু গ্রুপ একাধিক বার সহিংস ঘটনায় জড়িয়ে পড়ে। আজ দু গ্রুপ একইস্থানে একইসময় সংবাদ সম্মেলন আহবান করায় আইন শৃঙ্খলার স্বার্থে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

এ দিকে উপজেলা প্রশাসনের ১৪৪ ধারা ঘোষণায় এমপি ফিরোজের গ্রুপ বেলা ১১টায় পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা ইব্রাহিম ফারুকের বাসভবনে এবং মোতালেব গ্রুপ বেলা ১১টায় বাউফল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোন ধরণের সহিংসতা এড়াতে আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনসহ আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ