Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে ঘরে ফেরা মানুষগুলো যাতে ঈদের ছুটি শেষে নিরাপদ ও স্বাচ্ছন্দে কর্মস্থলে ফিরতে পারে, সেজন্য সবরকম ব্যবস্থা গ্রহন করা হয়েছে । -----------------নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি।

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০২২, ৪:৪৮ পিএম

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ঈদে ঘরে ফেরা মানুষগুলো যাতে ঈদের ছুটি শেষে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যেই কর্মস্থলে ফিরতে পারে, সেজন্য সবরকম ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে এবারের ঈদে যেভাবে বিপুল সংখ্যক মানুষ নৌপথ, সড়কপথ, রেলপথ ও আকাশপথে স্বাচ্ছন্দ্যে নাড়ীর টানে বাড়ীতে গেছেন । এক্ষেত্রে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। সেভাবেই এসব মানুষ সুষ্ঠুভাবে এবং নিরাপদে স্ব-স্ব কর্মস্থলে ফিরতে পারবেন বলে আমি আশা করছি।
গত বুধবার বিকেলে দিনাজপুরের বিরলে উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকাস্থ বিরল উপজেলা ছাত্রকল্যান সমিতি আয়োজিত স্বপ্নচারী সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন বলেই, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামে একটি স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। আজকের শিক্ষার্থীদের ভবিষ্যতে প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে স্বপ্ন দেখাতে হবে এবং দেখতে হবে। তাহলেই ভবিষ্যতে বাংলাদেশ জাতির জনকের সেই স্বপ্নের সোনার বাংলাদেশে পরিনত হবে।
এসময় বিরল উপজেলা ছাত্রকল্যান সমিতির সভাপতি মতিউর রহমান সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ঢাকাস্থ বিরল উপজেলা ছাত্রকল্যান সমিতির উপদেষ্ঠা ঢাকাস্থ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাঃ লিয়াকত আলী, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফছানা কাওছার, বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, বিরল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়, বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, বিরল উপজেলা ছাত্রকল্যান সমিতির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু প্রমুখ।
শেষে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ