বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাট সদর হাসপাতালের প্রধান ফটকের কাছ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া সিনিয়র স্টাফ নার্স সারাবান তহুরার (২৮) অবস্থা এখনও আশংকা মুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় তিন ঘণ্টার অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে। বাগেরহাট শেখ রাজিয়া নাসের ২৫০ সয্যা হাসপাতালের তত্ত্ববাবধায়ক অসীম কুমার সমাদ্দার চিকিৎসকদের বরাত দিয়ে বৃহস্পতিবার(৫ মে) দুপুর পৌনে ১২টায় এই তথ্য জানান।
নার্স সারাবান তহুরার বাড়ি ফকিরহাট উপজেলার কাঠালতলা গ্রামে। তিনি প্রায় দুই বছর ধরে বাগেরহাট সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মকরত রয়েছেন। সড়ক দূর্ঘটনায় আহত হতে পারেন বলে পুলিশ ও চিকিৎসকরা ধারনা করছেন।
বুধবার (৪ মে) বিকেলে সদর হাসপাতালের প্রধান ফটকের সামনের রাস্তা থেকে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাগেরহাট শেখ রাজিয়া নাসের ২৫০ সয্যা হাসপাতালের তত্ত্ববাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, হাসপাতাল চত্বর থেকে গুরুতর আহত ও সঙ্গাহীন অবস্থায় সিনিয়র স্টাফ নার্স সারাবান তহুরাকে উদ্ধার করে স্থানীয়রা। তার মুখম-ল ও মাথায় গুরুত্বর জখম রয়েছে। চিকিসকরা ধারনা করছেন সড়ক দূর্ঘটনায় তিনি আহত হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে রাতেই খোজ নেয়া হয়েছে। বাগেরহাট চিতলমারী সড়কের চিতলমারী উপজেলার সন্তোষপুর স্কুলের সামনে একটি চলন্ত মটরসাইকেল থেকে সে পড়ে গুরুতর আহত হয় বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। বিষয়টি চিতলমারী থানার হওয়ায় তাদের জানানো হয়েছে। ওই নার্সখুলনার সিটি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ বিষয়টির খোজ খবর নিচ্ছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।