Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেল দুই ভাইয়ের প্রাণ

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ৪ মে, ২০২২, ৬:৪০ পিএম

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসায় পিকআপ ভ্যানের চাপায় থ্রি-হুইলারের দুই সহোদর যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছেন মাদ্রাসছাত্র সামিরুল (১০) ও ফিরোজ মন্ডল (৪৫)। নিহতরা পাংশা উপজেলার কলিমহর গ্রামে কৃষক রেজাউল ইসলামের ছেলে।

যাত্রীরা জানান, পাংশা থেকে ছেড়ে আসা থ্রি-হুইলার যাত্রী নিয়ে কুষ্টিয়ার দিকে যাত্রা করে। গাড়িটি খোকসার পাইকপাড়ায় এসে পৌঁছালে সামনে থেকে আসা পিকআপ ভ্যানটি থ্রি-হুইলারের উপর চাপিয়ে দেয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক থ্রি-হুইলারের চালকরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মাদ্রাসা ছাত্র সামিরুল এবং তার আপন ভাই ফিরোজ নিহত হয়। নিহতরা দু’জনই মাছপাড়া বাসস্ট্যান্ড থেকে থ্রি-হুইলারের যাত্রী হিসাবে উঠেন।

গাড়িটির অপর যাত্রী ইতি খাতুন গুরুতর আহত হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সুরুজ আলী মন্ডল, রিমা এবং মামুনুর আহত হলেও বিনা আঘাতে বেঁচে গেছে ইতির দুই শিশু সন্তান হুমাইয়া এবং আনাচ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রমা জানান, একজন নারী রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। তবে গাড়ীটি আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ