Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে ঈদের দিন ঘুরতে এসে ফারিয়ার বাড়ী ফেরা হলো না

মতলব(চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০২২, ২:৪৩ পিএম

ঈদের দিন নতুন পোষাক পরে কপালে টিপ, হাতে মেহেদী দিয়ে অটোরিক্সায় ঘুরতে বের হয়েছিল ফারিয়াসহ তার খালাতো বোন বেশ কয়েকজন। ঘুরতে এসে ফারিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রীর বাড়ী ফেরা হলো না। পৌর এলাকার দগরপুর মোড়ে অটোরিক্সার মোড় ঘুরাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে ফারিয়ার মৃত্যু হয়।


পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার অটোরিক্সা দিয়ে ঘুরতে বের হয়েছিল ফারিয়া (১৫), খালাতো বোন ফারজানা (১৫), ভাতিজি ঝর্ণা (৯) ও ভাগনি ফারিয়া (১৫) নামে কয়েকজন। হঠাৎ করে দ্রæতগামী অটোরিক্সার মোড় ঘুরাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় ফারিয়া ও রিক্সায় থাকা অন্যান্যরা। পথচারীরা তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করে। পরে কর্তব্যরত চিকিৎসক ফারিয়াকে মৃত ঘোষনা করেন। তাদের বাড়ী চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী গ্রামে। ফারিয়া মৃত নুরুল ইসলামের মেয়ে, সে আমিরাবাজ জিকে উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় রিক্সা চালককে আটক করেছে চাঁদপুর সদর হাসপাতালের পুলিশ। পরে লাশ ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ