Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছিচকে মাস্তান ও কিশোর গ্যাং-এর অপতৎপড়তায় বরিশাল মহানগরী বিভিন্ন এলাকায় ঈদ ‘বিড়ম্বনার উৎসবে’ পরিণত হয়

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৪ মে, ২০২২, ১:১৯ পিএম

করোনা মহামারীর দুবছরের চোখ রাঙানীর পরে এবার দক্ষিণাঞ্চলে কিছুটা সাচ্ছন্দে ঈদ উল ফিতর পালনের পরিবেশ তৈরী হলেও কতিপয় উশৃংখল ছিচকে মাস্তান ও কিশোর গ্যাং-এর অপতৎপড়তায় বরিশাল মহানগরী বিভিন্ন এলাকায় তা ‘বিড়ম্বনার উৎসবে’ পরিণত হয়। রাস্তার মোড়ে মোড়ে বিকট শব্দের মাইক বাজিয়ে উদ্যম নৃত্যের সাথে মহানগরী জুড়ে ব্যাপক পটকা বাজি সুস্থ জনজীবনকে বিপন্ন করে তোলে। অনেক এলাকাতেই নারী ও শিশুরা পথে বের হন আতংক নিয়ে। আগের রাতে বরিশালে মহানগর পুলিশের কিছু তৎপড়তা থাকলেও ঈদের দিন ও রাতে তা ততটা লক্ষ্য করা যায়নি।

ফলে ছিচকে মাস্তান সহ কিশোর গ্যং-এর কাছেই বরিশাল মহানগরী অনেকটা জিম্মি হয়ে পড়ে। অথচ বহু আগেই সমাজ সচেতন বিভিন্ন ব্যাক্তি এ ধরনের অপতৎপড়তা রোধে মহানগর পুলিশকে তৎপড় হবার অনুরোধ জানিয়েছিলেন। বিএমপি’র উচ্চ পর্যায় থেকেও প্রতিটি থানাকে নগরীতে বাজি বিক্রী বন্ধ সহ ঈদকে কেন্দ্র করে সমাজ বিরোধীদের যে কোন অপতৎপড়তা বন্ধে কঠোর অবস্থান গ্রহনের নির্দেশনা দেয়া হয়।

কিন্তু মাঠ পর্যায়ে তা যথাযথভাবে অনুসরন করা হয়নি বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল। ঈদের আগের রাতে নগরীতে পুলিশের কয়েকটি টহল দল কিছুটা তৎপড় থাকলেও পরে আর কিছু লক্ষ্য করা যায়নি। এমনকি ঈদের আগের রাতে নগরীতে যেখানে পুলিশ গিয়ে মইক বন্ধ করে দিয়েছে, ঈদের দিন ও রাতে সেখানেই বিকট শব্দের গান বাজনায় এলাকার মানুষের ঘুম হারাম হয়ে যায়। এমনকি এনগরীর বহু মসজিদের সামনে ও পাশে ঈদ উৎসবের কথিত আনন্দ উপভোগের মাইকের আওয়াজে মুসুল্লীদের ইবাদত বন্দেগীতে বিঘœ ঘটলেও কারো কিছু করার ছিলনা।

এসব ব্যাপারে পুলিশের দায়িত্বশীল মহলে কথা বলা হলে সকলেই পরিস্থিতির ওপর নজরদারী সহ মাঠ পর্যায়ে সামাজিক শান্তি-শৃংখলা রক্ষা সহ সজাগ দৃষ্টি রাখতে নির্দেশ প্রদানের কথা জানান। তবে বরিশাল মহানগরীর বাইরে দক্ষিনাঞ্চলের বেশীরভাগ জেলা ও উপজেলা সদরেও প্রায় একই চিত্র দৃশ্যমান ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ