বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দূর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্টে ও বজ্রপাতে ৩ যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কানুরামপুর -ত্রিশাল আঞ্চলিক মহা সড়কের চর বেতাগৈর আতাউর মোড়ে ট্রাক ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. জাকারিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ২জন গুরুতর আহত হয়। নিহত জাকারিয়া উপজেলার আনন্দ বাজার এলাকার মৃত আব্দুস সামাদের পুত্র।
নান্দাইল ফায়ার সার্ভিসের একটি টিম দুর্ঘটনার স্থল থেকে লাশ উদ্ধার করে। এবং আহত দু'জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপর দিকে মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার আচারগাঁও ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের বাবুল মিয়ার পুত্র মো. টুনি মিয়া নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।
জানা যায়, ঈদের দিন সকালে ঈদের জামায়াতের জন্য পরিবারের অন্য সদস্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মো. টুনি মিয়া ইজিবাইক চার্জে বসাতে যায়। এমন সময় টুনি মিয়া বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে বজ্রপাতে আল মামুন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল ৯ টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক একই গ্রামের আব্দুল মালেক মাষ্টারের পুত্র। সে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজের বাংলা বিভাগে ৪র্থ বর্ষে পড়াশোনা করতো।
জানা যায়, ঈদের দিন সকালে ঈদের জামায়াত আদায় করতে পাশ্ববর্তী ঈদগাহ মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় বৃষ্টি শুরু হয়। পরে মামুন বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামায়াত আদায় করতে বাহির হলে বজ্রপাতে মামুন গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, সড়ক দুর্ঘটনায় বিষয়ে শুনেছি। তবে বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টের এমন ঘটনা সম্পর্কে আমাকে কেউ কিছু জানায়নি। বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।