Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঈদের জামাতের জন্য প্রস্তুত এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ মে, ২০২২, ১০:৩২ পিএম

দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান দিনাজপুর গোর-এ শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। মিনার সংস্কার, রঙ করা, ধোয়ামোছা, মাঠে মাটি ভরাটসহ আনুষঙ্গিক সব কাজ শেষ হয়েছে।

সবচেয়ে বড় ঈদ জামাতকে কেন্দ্র করে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের নামাজে আসা মুসল্লিদের নিরাপত্তায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে প্রশাসন। এরই মধ্যে মাঠে বসানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণ টাওয়ার। মাঠের আরেকটি অংশে ঘের দিয়ে তৈরি করা হচ্ছে যানবাহন রাখার গ্যারেজ। এ ছাড়া পাশের স্টেশন ক্লাব, সার্কিট হাউজ, শিশু একাডেমি ও জেলা গণ-গ্রন্থাগারেও যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে। মিনারে জ্বলছে লাল-নীল ঝাড়বাতি।

প্রবেশের জন্য মাঠের চার পাশে তৈরি করা হয়েছে তোরণ। শহরের প্রবেশ মুখগুলোতে এবং মিনারে যাওয়ার রাস্তাতেও তৈরি করা হয়েছে ঈদের শুভেচ্ছা জানিয়ে তোরণ। মুসল্লিদের জন্য মাঠে ওজুখানা, ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুতের পাশাপাশি থাকবে জেনারেটর।

দেশের সবচেয়ে বড় ঈদের নামাজে ইমামতি করবেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক কাসেমী। সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

মাঠে জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পাশাপাশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের পক্ষে সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকা ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রমজান আলী জানান, গত ২০ দিন ধরে মিনারের সংস্কার ও মাঠের পরিচর্যার কাজ করা হয়েছে।

দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, গোর-এ শহীদ বড় ময়দানে ঈদের জামাতকে ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। ঈদগাহের চারপাশে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশির ব্যবস্থা থাকবে। মাঠের নিরাপত্তার জন্য নির্মিত হয়েছে পর্যবেক্ষণ টাওয়ার। বসানো হয়েছে সিসি ক্যামরা। শহরজুড়ে ট্রাফিক ব্যবস্থা থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ