Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের ভুরঙ্গামারীতে ইতেকাফ অবস্থায় এক মুসল্লীর মৃত্যু

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০২২, ৮:৫৬ পিএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মসজিদে ১০দিনের ইতেকাফ থাকা অবস্থায় এক মুসল্লীর মৃত্যু হয়েছে। মৃত ওই মুসল্লীর নাম মজিবর রহমান(৭২)।উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাট ঈদগা মাঠের জামে মসজিদে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ সাহার ছেলে মজিবর রহমান(৭২) স্থানীয় নতুনহাট ঈদগা মাঠ জামে মসজিদে ১০ দিনের ইতেকাফে অবস্থান নেয়া অবস্থায় সোমবার (২মে) সকাল সোয়া ১১ টার সময় মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য মজিবর রহমান স্বাধীনতা যুদ্ধের আগে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহন করে। পারিবারিক সুত্রে জানা গেছে মজিবর দীর্ঘদিন থেকে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। আজ বিকেল সাড়ে ৫টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মানিক উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ