Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধে যুবলীগ নেতাসহ আহত ৪

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০২২, ৮:১২ পিএম

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে যুবলীগ নেতাসহ তার পরিবারের আরো ৪জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলার উত্তর কলারন গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চন্ডিপুর ইউনিয়নের উত্তর কলারন গ্রামের আব্দুল জব্বার খানের পুত্র ও যুবলীগ নেতা আব্দুর রহিম খান (৩০), তার স্ত্রী সুমি (২৫), ভাই মোঃ ফারুক খান (৪০) ও চাচা মৃত. আবুল কালামের পুত্র হামেদ খান (৫৫)।

আহত যুবলীগ নেতা আব্দুর রহিম খান জানান, আমার চাচা মান্নান খানের সাথে আমার পরিবারের বহুদিন যাবৎ জমি নিয়ে বিরোধ ছিল। সেই জের আজ সকালে সামান্য বিষয় নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে আমার চাচাত ভাই মাসুম খান (২৫) ও মারুফ খান (১৮) তার দল নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের পরিবারের উপর হামলা করে। স্থানীয়রা আমাদের ডাক চিৎকারে এগিয়ে এসে আমাদের উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা হাসপাতালে নিয়ে আসে।

হামলাকারী মাসুম খানের পিতা মান্নান খান জানান, জমি নিয়ে বিরোধ বহুদিনের। আজ হঠাৎ করেই এই মারামারির ঘটনা ঘটেছে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, আহতদের পক্ষ থেকে থানায় মৌখিকভাবে অভিযোগ দেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ