পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের দুর্ভোগ পোহাতে হয়নি বলে কষ্ট পাচ্ছে বিএনপিসহ বিরোধী দলগুলো। সোমবার (২ মে) নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এ কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘ঈদের আগে ঘরমুখো মানুষের জনস্রোত দেখা গেছে। অনেকে দুর্ভোগের আশঙ্কা করেছিলেন।কিন্তু অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। তবুও বিএনপিসহ বিরোধী দলগুলো বলছে, ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়নি। আসলে ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ না হওয়ায় তারা কষ্ট পাচ্ছে।’
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তদারকিতে এবং সবার আন্তরিক প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।
যাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, মালিক শ্রমিক নেতা, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন ও সাংবাদিকসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।