Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে আপন দুই বোনের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ৯:৩৩ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে হাসি আক্তার (১১) ও খুশি খাতুন (০৯)নামে আপন দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। হাসি, খুশি উপজেলার হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ি গ্রামের হামিদুল ইসলামের মেয়ে।

রবিবার বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের পাড়াসাদুয়ার গ্রামে তিস্তা নদীর চর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে আইন শৃ্খংলা বাহিনী। স্থানীয়রা জানায়, দুপুরে তিস্তা নদীর ধারে পানিতে শিশু দু’টির লাশ ভাসমান দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া তারা। তারা আরও জানায়, হামিদুল প্রায় পনের বছর আগে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার খামার বজরা গ্রামে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে হাসি ও খুশির জন্ম হয়। এরপর স্বামী-স্ত্রী বনিবনা না হওয়ায় গত তিন বছর আগে হামিদুল স্ত্রীকে তালাক দেন। তাদের বিচ্ছেদের পর থেকে হাসি ও খুশি তাদের মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করে আসছিল। গত পাঁচ দিন আগে হাসি ও খুশিকে ঈদের জামা কিনে দেয়ার কথা বলে ডেকে নেয় হামিদুল। তিনদিন বাবার সঙ্গে থাকার পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাফিউল ইসলাম সরকার জিমি জানান, বিষয়টি সন্দেহজনক। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, 'ধারণা করা হচ্ছে মরদেহ দু’টি ২ থেকে ৩ আগের। তবে তারা পানিতে ডুবে মারা গেছে, নাকি হত্যার স্বীকার হয়েছে তা তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই লাশ দু’টি ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ