Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আচমকা যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনে অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ৭:৪৬ পিএম

ইউক্রেনের বাতাসে এখন শুধুই বারুদের গন্ধ। আচমকা শনিবার সেই বারুদমাখা ইউক্রেনের মাটিতে পা দিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। লভিভের বাসিন্দাদের কাছে এ যেন একেবারে অপ্রত্যাশিত চমক। শনিবার লভিভ শহরের একটি ক্যাফেতে বেশ কিছুক্ষণ সময় কাটান এই অভিনেত্রী। অ্যাঞ্জেলিনা জোলিকে হঠাৎ এত কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যান ক্যাফেতে আসা বাকি ক্রেতারা।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ব্যতিক্রম ক্যাফের এক কিশোর। তাকে দেখা যায় নিজের ‘কাজে’ মগ্ন থাকতে। পেল্লায় হেডফোন লাগিয়ে সে তখন ব্যস্ত ভিডিও গেমে। অ্যাঞ্জেলিনা জোলির আগমন এবং তা নিয়ে চারপাশের তীব্র গুঞ্জন সেই হেডফোন ভেদ করে তার কান পর্যন্ত পৌঁছয়নি।

ভিডিওতে দেখা গেছে, জাম্পশ্যুটের মতো ছাই রঙের ঢিলেঢালা পোশাকে অত্যন্ত সাধারণ ক্রেতার মতোই ক্যাফেতে ঢুকলেন তিনি। পিঠে ছোট ব্যাগ। ক্যাফেতে উপস্থিত সকলের সঙ্গে হাসি বিনিময় করেন। হাসিমুখে অটোগ্রাফ দেওয়ার আবদারও মেটান।

কিন্তু বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠায় তাকে তড়িঘড়ি করে ইউক্রেইনের পশ্চিমাঞ্চলীয় ওই শহরটি ছাড়তে হয়। পরে জোলি ও তার সহযোগীরা দ্রুত হেঁটে স্টেশনের বাইরে চলে আসেন এবং অপেক্ষারত গাড়িতে উঠে পড়েন।

অভিনয় দক্ষতা, তীক্ষ্ণ সৌন্দর্য, ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্কের রসায়ন ছাড়াও সমাজসেবামূলক কাজ করেও খবরের শিরোনামে থেকেছেন অ্যাঞ্জেলিনা। নানা সময়ে অভিনেত্রীকে বিভিন্ন সেবামূলক কাজে অংশ নিতে দেখা গিয়েছে। তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত; যাদের হিসাব অনুযায়ী, দুই মাসের যুদ্ধে ইউক্রেইনের এক কোটি ২৭ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। এ সংখ্যা সংঘাত শুরু হওয়ার আগে দেশটির জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ।

মার্চে জোলি ইয়েমেনও সফর করেছিলেন; হুতিদের সঙ্গে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের যুদ্ধে মধ্যপ্রাচ্যের ওই দেশটির কয়েক লাখ লোকও উদ্বাস্তুতে পরিণত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ