Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে গত দুইমাসে ২৭জন নারী ও শিশু নির্যাতনের শিকার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ১:৪৩ পিএম

রাজশাহীতে মার্চ ও এপ্রিল গত দুই মাসে ২৭জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) রাজশাহী জেলায় দীর্ঘদিন নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে। মানবাধিকার সংগঠন হিসেবে লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে।
লফস মনে করে এই অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে। যৌতুক ও পরকীয়ার কারনে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়াল পরকিয়াকে উৎসাহিত করছে। এছাড়া পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারনে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে। বিষয়গুলো কারও জন্য সুখকর নয়।
২০২২ সালের মার্চ-এপ্রিল ২ মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটে যাওয়া কিছু ঘটনার চিত্র । বাগমারা উপজেলার মহব্বতপুর গ্রামে ১২ বছরের তরুনীকে জোর পূর্বক সিএনজিতে তুলে অপহরণ, নগরীর বোসপাড়া এলাকার কার্নিশ থেকে দুপুরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা, পুঠিয়া উপজেলায় জিনিষ কিনে দেওয়ার প্রলোভনে ৫বছরের শিশুকে এক এসএসসি পরিক্ষার্থীর ধর্ষণের অভিযোগ, পবায় একটি মাদ্রাসায় ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, মোহনপুর উপজেলার শনখেজুর এলাকায় যৌতুকের দাবীতে মরিয়ম (২৫) নামের গৃহবধূকে শয়ন ঘরে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ স্বামী ও শশুরের বিরুদ্ধে, পুঠিয়া উপজেলার গন্ডগোহালী ওয়ার্ডের হোসনেয়ারা প্রান্তি (২০) নামের নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, নগরীর রাজশাহী বিশ্ববিদ্যালয় তাপসী রাবেয়া ছাত্রী হলের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ হলের ৬শিক্ষার্থীর বিরুদ্ধে, নগরীর রামচন্দ্রপুর এলাকার রিমা খাতুন (৩০) নামের গৃহবধু দীর্ঘদিন ধরে যৌতুকের দাবীতে স্বামী ও শশুর বাড়ীর সকলের নির্যাতনের ফলে সন্তান প্রসবের পরেই অসুস্থ্য, নগরীর রাজশাহী বিশ্ববিদ্যায়ে রাবি শিক্ষার্থীকে পরিবহণ কর্মচারীর ধাক্কা, পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের হাড়োগাথি গ্রামে মনিরা খাতুন মনি (২০) নামের গৃহবধুর আত্মহত্যা, মোহপুরের শিবপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আফরোজা বেগম (৪০) গুরুতর জখম, বাঘা উপজেলার ছাতারী গ্রামের তাইবা জাহান মিম (১৭) নামের কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, চারঘাট উপজেলার পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে স্কুল না যাওয়ায় পিটিয়ে আহত করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, পুঠিয়া উপজেলার বানেশ^র ইউনিয়নের শিবপুর হাট গ্রামে বাড়ির মধ্যে দিয়ে ড্রেন নির্মানকে কেন্দ্র করে এক নারীসহ মেয়ে শামিমা ইয়াসমিন (২১) ও নাতনি নাফসি খাতুন (৮) গুরুতর আহত, পুঠিয়া উপজেলায় আত্মীয়ের বাসাতে ইফতার শেষে রাতে ফেরার পথে শারীরিক প্রতিবন্ধী স্কুল ছাত্রী ধর্ষণের শিকার, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাসা বাড়ি এলাকায় জমির দখল নিয়ে প্রতিপক্ষ কলেজ ছাত্র হিমেল উদ্দিন (১৭) কে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ, তানোর উপজেলার একটি সঃ প্রাঃ বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির ছাত্র ক্লাস চলাকালীন চিপস খাওয়ায় প্রধান শিক্ষকের বেত্রাঘাতে অসুস্থ্য হয়ে পড়ে, নগরীর মতিহার থানাধীন এলাকায় বাড়িতে কেউ না থাকায় টিভি দেখার সময় এক লম্পট স্কুল ছাত্রীকে (১১) জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ, বাগমারা যোগিপাড়া গ্রামের শাহিদা বেওয়া (৭০) কে তাঁর বড় ছেলে ও বৌ এর বিরুদ্ধে হত্যা করে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে ছোট ছেলের অভিযোগ, দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নে বর্দ্ধনপুর গ্রামে শশুরের সাথে পরকিয়ার অভিযোগে স্বামী কর্তৃক স্ত্রী হত্যার শিকার সুমাইয়া আক্তার (২২), নগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার তটিনি লজ ছাত্রী নিবাস থেকে শিক্ষার্থী সুরাইয়া খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার, নগরীর লক্ষীপুর এলাকায় ড্রীম হ্যাভেন নামক আবাসিক হোটেলে জয়নব বেগম (৪১) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, নগরীর হেতম খাঁ এলাকায় ঊর্মি খাতুনের (২২) অনত্র বিয়ে ঠিক হওয়ায় তালাকপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে গুরুতর জখম, নগরীর চৌদ্দপাই এলাকায় প্রেমের টানে এসে এক তরুনী গণধর্ষণের শিকার, নগরীর রাজপাড়া থানা এলাকার দ্বাদশ শ্রেণির ছাত্রীর অশ্লীলছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, বাগমারা উপজেলায় দীর্ঘদিন ধরে এলাকার স্কুল, কলেজ ও প্রাউভেট পড়তে যাওয়া মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগের ঘটনাগুলো সকলের জন্য উদ্বেগজনক। লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন সংবাদপত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায় রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক।
রাজশাহী অঞ্চলে নারী – শিশু নির্যাতন সহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ