Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিয়ার্ষি আরাগ দীপুর চার বছর কারাদণ্ড

ধর্মীয় অনুভূতিতে আঘাত আসামি একজন মুসলিম বিদ্বেষী ব্যক্তি : রায়ে আদালতের পর্যবেক্ষণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ১২:০০ এএম

ইসলাম ধর্মকে নিয়ে কটোক্তি এবং ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ায় ব্লগার দ্বিয়ার্ষি আরাগ দীপু, ওরফে দীপু কুমার ওরফে শাহরিয়ার দীপুকে ৪ বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত গত বৃহস্পতিবার এ রায় দেন। গতকাল শনিবার মামলার আসামি পক্ষের আইনজীবী কলিম মৃধা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, রাষ্ট্রপক্ষের ৫ জন সাক্ষীর মাধ্যমে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে, আসামি দীপু কুমার একজন মুসলিম বিদ্বেষী ব্যক্তি। তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধে,পবিত্র কুরআন শরীফের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে এমনকি হযরত মুহাম্মদ (সা.) বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেছেন। এর আগে ২০২০ সালে বই মেলায় দ্বিয়ার্ষি আরাগ দীপুর লেখা ‘দিয়া আরেফিন’ এবং ‘দিয়া আরেফিনের নানীর বাণী’ নামক দু’টি গ্রন্থে ধর্মবিদ্বেষী বক্তব্য দেন।

এক রিটের প্রেক্ষিতে ২০২০ সালে বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের তৎকালিন ডিভিশন বেঞ্চ বই দু’টির প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করেন। ওই বছর ৩ মার্চ দৈনিক আল-ইহসান পত্রিকার সাংবাদিক মুহম্মদ আরিফুর রহমান বাদী হয়ে দ্বিয়ার্ষি আরাগ দীপুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। একই বছর ২৩ নভেম্বর যাত্রাবাড়ি থেকে ডিএমপি’র সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ তাকে গ্রেফতার করে।

এদিকে দীপুর আইনজীবী কলিম মৃধা দ্বিয়ার্ষি আরাগ দীপুকে ‘নির্দোষ’ দাবি করে বলেন, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(২) এবং ২৯ (২) ধারার অপরাধে দীপুকে ৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার তদন্তে উদ্ধার হওয়া বইয়ের লেখক মুদ্রন প্রতিষ্ঠানের নাম তদন্তে উল্লেখ করতে পারেনি? আদালতে বলতেও পারেননি।

জব্দ তালিকা যারা তৈরি করেছেন তারা ফৌজদারি কার্যবিধির ১০৩ ধারা যথাযথভাবে অনুসরণ করেননি। ১৬৪ ধারায় নেয়া দীপুর জবানবন্দি প্রত্যাহার করা হয়েছে। এই মামলায় বাদীসহ ৫ জন সাক্ষ্য দিয়েছেন। আদালত দু’টি ধারায় দিপুর ৪ বছর কারাদণ্ড দিয়েছেন। আমরা রায়ে সংক্ষুদ্ধ। সার্টিফায়েড কপি হাতে পেলে আমরা আপিল করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ