পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এবার ঈদের ছুটি তুলনামূলক দীর্ঘ। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় দুই বছর পর এবার ঈদুল ফিতর হতে যাচ্ছে অনেকটাই মুক্ত পরিবেশে। যানবাহন চলাচলে বিধিনিষেধ না থাকায় এবার রেকর্ডসংখ্যক মানুষ ঢাকা ছাড়ছেন। এবারের ঈদ এসেছে এক ভিন্ন প্রেক্ষাপটে। করোনা মহামারির কিছুটা শেষ হলেও এ সঙ্গে বন্যার আঘাতে বিপর্যস্ত দেশের হাওর-উত্তরে বিভিন্ন জেলার প্রান্তিক কৃষক। এ সংকটকালে পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকার কারণে বেশির ভাগ মন্ত্রী-এমপিই এবার ঢাকা ও গ্রামে ঈদুল আজহা উদযাপন করবেন। এবারে প্রধানমন্ত্রীর সঙ্গে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় গণভবন হচ্ছে না।
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছরের মতো এবারও সরকারি বাসভবন গণভবনে ঈদ উদযাপন করবেন। প্রতি বছর ঈদের দিন সকালে তিনি গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। এবার সেটা হচ্ছে না বলে জানা গেছে। যদিও ইতোমধ্যে তিনি অডিও ও ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি চলমান করোনাভাইরাস পরিস্থিতি মাথায় রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছেন। গণভবন সূত্রে জানা গেছে, ঈদে আনুষ্ঠানিক কর্মসূচি না থাকলেও ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, এবার ঢাকায় ঈদ উদযাপন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক টাঙ্গাইলে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রংপুরে, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ঢাকায়, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ নির্বাচনী এলাকায় ঈদ করে পরদিন ঢাকায় আসবেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ঈদ করবেন সুনামগঞ্জে, রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন পঞ্চগড়ে, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম পিরোজপুরে, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুরে, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম শরিয়তপুরে, শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল চট্টগ্রামে ঈদ উদযাপন করবেন। মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ঢাকা থাকবেন।
ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন নির্বাচনী এলাকার অস্বচ্ছল পরিবারের সঙ্গে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন মৌলভীবাজারে নিজ নির্বাচনী এলাকার ঈদ করবেন।
বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন: এবারের ঈদের দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যরা ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। গুলশানে খালেদা জিয়ার বাসভবনে সন্ধ্যার পর শীর্ষ নেতারা দলীয় প্রধানের সঙ্গে দেখা করতে যাবেন। তখনই তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করবেন। দলের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু ঈদের দিন ঢাকায় থাকবেন। এছাড়া ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের নির্বাচনী এলাকায় ঈদ করবেন।
ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার শাহজাহান ওমর ও শামসুজ্জামান দুদু তাদের নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ পড়বেন বলে জানা গেছে।
উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, আমানুল্লাহ আমান, তাহসীনা রুশদীর লুনা, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, মজিবুর রহমান সরোয়ার ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তাদের নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। বিএনপির দলীয় ছয়জন এমপির মধ্যে পাঁচ জন নিজ নিজ এলাকায় ঈদ করবেন। তবে সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ঈদের দিন ঢাকায় থাকবেন। এমপি হারুনুর রশীদ, গোলাম মোহাম্মদ সিরাজ, মোশাররফ হোসেন, আমিনুল ইসলাম, উকিল আব্দুস সাত্তার, জাহিদুর রহমান নিজ এলাকায় ঈদের জামাত আদায় করার কথা রয়েছে।
ছাত্রদলের সভাপতি রওনকুল ইসলাম শ্রাবন ঢাকায় ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল নিজ এলাকা বরিশালে ঈদ করবেন।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান ঢাকায় ঈদ করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।