Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে কোনো আলোচনা হতে পারে না

ড. এবিএম ওবায়দুল ইসলাম

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ১২:০২ এএম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারকে আমরা ক্ষমতা থেকে হটাতে চাই। বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে কোন কথা বলার সুযোগ নাই। কোন আলোচনা হতে পারে না। তারা গণতন্ত্র পছন্দ করে না, সন্ত্রাস, দুর্নীতি, কুশাসন পছন্দ করে। আগামীতে আমরা এদের হটিয়ে ক্ষমতায় আসবো। গত শুক্রবার বিকেলে বাগেরহাটে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি একথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ে জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোজাফফর রহমান আলমের সঞ্চলনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসরাম গোরা, বিএনপি নেতা লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, ব্যারিস্টার শেখ জাকির হোসেন, সৈয়দ নাসির আহরম্মদ মালেক, সরদার অলিউর রহমান পল্টু, ফরাজী মনিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক সুজাউদ্দীন মোল্লা সুজন, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নেওয়াজ মো. গোলাম রসুল তরফদার, সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল প্রমুখ। ইফতার মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শহাস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ