Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগস্টে আসছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ৬:২১ পিএম

বলিউড অভিনেতা আমির খানকে নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। মুক্তি পেতে চলেছে আমির খান ও কারিনা কাপুর খান অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। আগামী ১১ ই আগস্ট মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই সিনেমা ।

‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি জনপ্রিয় হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’ এর আদলে বানানো হচ্ছে। সিনেমাটি প্রযোজনা করেছে আমির খান প্রোডাকশন, কিরণ রাও এবং ভায়াকম ১৮ স্টুডিয়োস।

জানা গেছে, এই সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করে আমির ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। পিছিয়ে নেই সিনেমাটির নায়িকা কারিনা কাপূর খানও। তিনি পেয়েছেন ৮ কোটি টাকা।

এই সিনেমাটি দিয়েই বলিউডে ডেবিউ করতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। লাদাখে সিনেমাটির শ্যুটিং করার সময়ই আমির খান এবং কিরণ রাওয়ের সঙ্গে তিনি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। নাগা চৈতন্য সিনেমাটিতে অভিনয়ের জন্য নিচ্ছেন ৬ কোটি টাকা পারিশ্রমিক।

এই সিনেমার হিন্দি রূপান্তরে আরো দেখা যাবে মোনা সিংহ, মানব ভিজে, টিটু ভার্মাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ