Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মাসব্যাপী কোরআন তিলাওয়াত প্রশিক্ষণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরীর তত্ত্বাবধানে পবিত্র মাহে রমজানে নগরীর বায়েজিদ থানাধীন শীতলঝর্ণা আবাসিক এলাকায় মসজিদে রহমানিয়া গাউসিয়ায় মাসব্যাপী কোরআন তিলাওয়াত প্রশিক্ষণ দোয়া-মোনাজাতের মাধ্যমে গত বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রথম রমজান থেকে কোরআন তিলাওয়াতের পাশাপাশি মুসল্লীদের জরুরি মাসয়ালা-মাসায়েল ও দোয়া-দরূদও শেখানো হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানে সৈয়্যদ অছিয়র রহমান বলেন, নামাজে কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য অপরিহার্য। তিনি এ বিষয়ে অভিভাবক এবং দেশের সকল মসজিদের ইমাম ও খতিবগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ আজিজুর রহমান আলকাদেরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী, মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন, মাওলানা সাইফুল হক কাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ রায়হান কাদেরী, মাওলানা ইমরান কাদেরী, হাফেজ ইকবাল হোসাইন রবি, সৈয়দ মুহাম্মদ খলিলুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ