Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ হাজার দরিদ্রের মাঝে ঈদ উপহার

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

পোশাক রপ্তানিকারী শিল্প প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের পক্ষ থেকে পটিয়ায় ৫০ হাজার দরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল (শুক্রবার) সকাল ১০টায় কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান তার নিজ বাড়ি উপজেলার জিরি ইউনিয়নের সাঁইদার গ্রামে এ ঈদ উপহার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, আল আরাফাহ্ ব্যাংকের পরিচালক আহমেদুল হক আহমেদ, আল আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান আলহাজ¦ সেলিম রহমান, ইউপি মেম্বার মোহাম্মদ আবুল হাশেম, এবিটসের সভাপতি এম ইদ্রিস চৌধুরী অপু, ফজলে ওয়ালি আহমেদ, আরিফুর রহমান সুমন, আবদুল করিম রানা প্রমুখ। প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জিরি, কাশিয়াইশ, আশিয়া, কুসুমপুরা ইউনিয়নসহ আশপাশের ৫০ হাজার দরিদ্রের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। এসময় শিল্পপতি কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জন্য একটি বড় উৎসব। এ উৎসব ধনি, দরিদ্র সবাই ভাগাভাগি করে যাতে পালন করতে পারে সেজন্য ধনিদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান। প্রতি বছর তিনি ঈদের সময় দরিদ্রদের মাঝে ঈদ উপহার দিয়ে আসছে। এটি চলমান রাখার জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ