রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজবাড়ীতে বাবু হত্যাকারী মনিরের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এলাকাবাসী ও পরিবারের সদস্যদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তৃতা করেন, নিহত রাফিজুল ইসলাম ওরফে বাবুর মা হাজরা বেগম, বোন লাভলী আক্তার, তানিয়া, প্রতিবেশী সাবুল সরদার, সোহেল রানা, নজরুল ইসলাম, জামাল, রাজিব প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৪ এপ্রিল সৌদি আরবের দাম্মাম প্রবাসী রাফিজুল ইসলাম ওরফে বাবু (২৬) কে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মাধবদিয়া গ্রামের আলাই প্রামানিকের ছেলে মনির প্রামানিক ছুরিকাঘাত করে হত্যা করে। তার রুমে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। মনিরের শাশুরী ও আফসার সরদারের স্ত্রী জহিরণ বেগম বাড়িতে এসে হুমকি দিয়ে যাওয়ার পরই তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। উল্টো আমাদের নামে থানায় অভিযোগ দায়ের করে হয়রানী করছে। আমরা লাশ দ্রুত দেশে প্রেরণসহ হত্যাকারীকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।