Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ‘জুমাতুল বিদা’ দেশ জাতির কল্যান কামনায় মুসল্লীদের দোয়া

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২২, ৭:১৯ পিএম

পবিত্র জুমাতুল ‘বিদা’ মাহে রমজানের শেষ জুমার দিন আজ। জুম’আর নামাজে শরীক হয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে অঝোরে কেদেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। দেশ ও জাতির কল্যাণ কামনা করে সিলেটের মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া। সেই সাথে করোনার ছোবল থেকে সুরক্ষা কামনা করা হয় আল্লাহ পাকের দরবারে। হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ, শাহ পরান রহ. বুরহান উদ্দিন রহ. মাজার মসজি, আম্বরখানা জামে মসজিদ, বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ, কোর্ট পয়েন্ট কালেক্টরেট জামে মসজিদসহ নগরীর প্রতিটি মসজিদে মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাতের আগে প্রত্যেক মসজিদের ইমাম সাহেব গন জুমাতুল বিদা, শবে কদর ও শেষ দশক রমজানের তাৎপর্য উল্লেখসহ ঈদুল ফিতরের করনীয় নিয়ে আলোচনা করেন। মসজিদে মসজিদে মুসল্লীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ