বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের একটি লিচু বাগান থেকে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে বিজিবি আটক করতে পারেনি। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই স্বর্ণের বারগুলো উদ্ধার অভিযান পরিচালনা করে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক ই-মেইল বার্তায় জানান, গত বুধবার দুপুরের দিকে বিজিবি সদস্যরা সীমান্তের শূন্য লাইন থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের একটি লিচু বাগানের মধ্যে মালিকানাবিহীন অবস্থায় ১ কেজি ৬৮০ গ্রাম ওজনের ০৯টি স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ১০৯ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।