বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাপ্তাই সড়কে বড়াদম এলাকায় নির্মাণাধীন সেতু ভেঙ্গে মোঃ রফিক (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০জন। তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উলজেলার মগবান ইউনিয়নের বরাদম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা জানান, গত দেড় বছর যাবত বরাদম এলাকায় নির্মাণাধীন সেতুর কাজ চলছিল। ঘটনার দিন তারা ২৫জন শ্রমিক সেতুর স্লাব ঢালাই এর কাজে নিযুক্ত ছিলেন। কিন্তু আজকে সকালে স্ল্যাব ঢালাই এর কাজ করতে গিয়ে সেতু ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলে রফিকের মৃত্যু হয়। অন্যরা আহত হন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও শওকত আকবর জানান, রফিক নামে একজনের মৃত্যু হয়েছে। আহত অন্য শ্রমিকর াহাসপাতালে চিকিৎসাধীন আছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, এলজিইডির অর্থায়নে প্রায় পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১২০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি। মেসার্স সেলিম এন্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।