Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কারখানা সুপারভাইজার নিহত

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২২, ১১:১৭ এএম

টঙ্গীর মরকুন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একটি পোশাক কারখানার সুপারভাইজার নিহত হয়েছেন। বুধবার রাতে কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল কাশেমের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার পাতসি এলাকায় বলে জানা গেছে। তার পিতার নাম মৃত নূর হোসেন।
টঙ্গী থানা পুলিশ জানায়, বুধবার রাতে টঙ্গী বিসিক এলাকার নোমান ফেব্রিকস ছুটির পর কারখানার সুপারভাইজার আবুল কাশেম (৩০) বাসায় ফিরছিলেন। আবুল কাশেম মরকুন বালুর মাঠ এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বুক, পেট ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।
টঙ্গী থানার ওসি জাবেদ মাসুদ জানান, এই ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ