Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মৃত্যুহীন এক সপ্তাহ

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে এসে গেছে। বিশেষজ্ঞদের মধ্যে করোনার চতুর্থ ঢেউয়ের শঙ্কা থাকলেও টানা সপ্তম দিনের মত করোনাভাইরাসে দেশে কারও মৃত্যুর খবর আসেনি। তবে গত এক দিনে আরও ২৩ জন রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ৫ হাজার নমুনা পরীক্ষা করে এই ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৩৮ শতাংশ ছিল। নতুন ২৩ রোগী নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৬২৫ জন হয়েছে। গত এক দিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন আছে। এর আগে সর্বশেষ গত ২০ এপ্রিল একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৩৩৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯৪ হাজার ৪৫৭ জন সুস্থ হয়ে উঠলেন। এই হিসাবে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৯ হাজার ৪১ জন। অর্থাৎ তারা কোভিডে আক্রান্ত হওয়ার পর এখনও সুস্থ হননি।

গত একদিনে দেশে শনাক্ত রোগীর মধ্যে ১৮ জন ঢাকা বিভাগের। তাদের মধ্যে ১৩ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ফরিদপুরে একজন, গাজীপুর জেলায় ৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ময়মনসিংহ জেলায় ২ জন, মেহেরপুর জেলায় একজন এবং সিলেট জেলায় ২ জন রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগে। মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক শুন্য ৯৭ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬২ লাখ ২৫ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫১ কোটি ১০ লাখের বেশি। এখনো কয়েকটি দেশে করোনাভাইরাস নতুন ভাবে হানা দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ