বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কথিত অপহরণের ১১ দিন পর অপহৃত স্কুল ছাত্রী (১৪)কে উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত রাকিব হোসেন (২০) নামক এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় পুলিশ রাকিবকে গ্রেপ্তার দেখিয়েছে।
গ্রেফতারকৃত রাকিব হোসেন ফতুল্লা থানার শান্তিধারার রুমা আক্তারের ভাড়াটিয়া মোঃ আক্কাস আলীর পুত্র। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে ফতুল্লার গিরিধারা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও রাকিবকে আটক করা হয়।
মামলায় উল্লেখ্য করা হয়, অপহৃত কিশোরী স্থানীয় একটি স্কুলের অস্টম শ্রেনীর ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে প্রায় সময তাকে রাকিব উত্যক্ত করতো। চলতি মাসের ১৫ তারিখ রাতে অপহৃত কিশোরী বাসা থেকে বের হয়ে বাসার পার্শ্বের একটি দোকানে গেলে রাকিব দু-তিন সহোযোগি কে নিয়ে তাকে অপহরন করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল খাঁন জানান, এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। অপহরনের সাথে জড়িত গ্রেফতাকৃত রাকিবকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয়রা জানায়, প্রেমের টানে স্বেচ্ছায় রাকিবের সাথে পালিয়েছে ওই কিশোরী। কিন্তু কিশোরীর বয়স কম হওয়ায় ফেঁসে গেছে রাকিব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।