Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উল্লাপাড়া পিস্তল ও গুলি সহ ডাকাত গ্রেফতার

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাকাতী করার সময় এক ডাকাতকে পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ আটক করে পুলিশে দিয়েছে জনতা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উল্লাপাড়া-বেলকুচি সড়কের চরঘাটিনা নামক স্থানে। এ সময় ডাকাত দলের অপর দুই সদস্য পালিয়ে যায়। আটক ডাকাতের নাম রোকনুজ্জামান (২৫)। সে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার বাগবাটি গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার ভোরে পিকআপ ভ্যান বেলকুচিতে মালামাল নামিয়ে দিয়ে উল্লাপাড়ায় আসার পথে চরঘাটিনা নামকস্থানে ডাকাতদল পিকআপ ভ্যানের পিছু নিয়ে পিকআপ ভ্যান আটক করে চালককে মারপিট করে তার কাছ থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ডাকাতদল ডাকাতি করে উল্লাপাড়া রেলওয়ে ষ্টেশনের দিকে যাওয়ার সময় পিকআপ ভ্যানের চালকের চিৎকারে পার্শ্ববর্তী শিবপুর ও চরশ্রীফলগাঁতী গ্রামের লোকজন ডাকাত দলকে ঘেরাও করে। এ সময় দুই ডাকাত মোটর সাইকেল নিয়ে পালিয়ে গেলেও রোকনুজ্জামান পালাতে না পেরে জনতার দিকে গুলি ছোড়ার চেষ্টা করলে ফজলু নামের এক যুবক তার হাত চেপে ধরলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বেরিয়ে যায়। পরে গ্রামবাসী রোকনকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি সহ আটক করে উল্লাপাড়া থানা পুলিশের হাতে তুলে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ