Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন সড়ক এলাকায় ভাড়া বাড়ির ঘরের চালার সাথে ফাঁস লাগানো এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।

নিহত নাছির উদ্দিন আকাশ (২৮) বাগেরহাটের মোড়লগঞ্জ থানার সাংকিভাঙ্গা এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল তালুকদার জানান, পরিবারের সঙ্গে নাছির উদ্দিন ওই এলাকার আবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির পেছনে ঘরের চালার সঙ্গে শার্ট বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন নাছির।

খবর পেয়ে সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নাছির উদ্দিন এর আগে দুইবার বিষ পান করে এবং দুইবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানান এসআই মুকুল। প্রাথমিকভাবে আত্মহত্যা হত্যার আলামত পাওয়া গেছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ