Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়াসহ আশপাশের এলাকার জন্য বিশেষ আবহাওয়া সতর্কতা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ৮:১৮ এএম

ভারত ও বাংলাদেশের উপর দিয়ে ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল দুপুর পর্যন্ত প্রাণঘাতী তাপপ্রবাহ প্রবাহিত হতে যাচ্ছে।

এই ৪ দিন রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের উপরে উঠার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
বিশেষ করে কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, পাবনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর জেলায় দুপর ১২ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত তাপমাত্রা ৪২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠার সম্ভাবনার কথা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো।

উল্লেখ্য যে, পরবর্তী দেশব্যাপী কালবৈশাখী ঝড় শুরু হবে ২৯ এপ্রিল বিকেলের পর থেকে। ২৯ এপ্রিল দিবাগত রাত ও ৩০ এপ্রিল দেশব্যাপী কালবৈশাখী ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ