Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনা দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন : জসিম উদ্দিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ৯:২৩ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জসিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে দলের নেতা-কর্মী ও এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সোমবারের ওই দোয়া মাহফিলে যুবলীগ নেতা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, চৌদ্দগ্রাম উপজেলার এমন কোনো গ্রাম নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়ন পৌঁছায়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসি না একজন পরিশ্রমী নারী হিসেবে প্রতিনিয়ত দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ