Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোডশেডিংয়ে কলারোয়ার মানুষের প্রাণ ওষ্ঠাগত

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

কলারোয়ায় গত কয়েক দিনের দাবদাহে আর বিদ্যুতের লোডশেডিং-এ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছে। সেই সাথে বৈশাখের তীব্র রোদ-গরম পরিস্থিতিকে আরো অসহনীয় করে তুলেছে।
জানা যায়, গত ২৩ এপ্রিল থেকে কলারোয়ায় ক্রামান্বয়ে তাপমাত্রা ৩৮ ডিগ্রী সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। ফেব্রুয়ারি মাসের মাঝমাঝির পরে আর বৃষ্টিপাত না হওয়ার কারণে সেচ প্রকল্প বর্হিভূত এলাকার নালা ডোবা ও বহু খাল বিলের তলা ফেটে চৌচির হয়ে গেছে। ফলে বাতাসে আদ্রতা না থাকায় দুপুরে কাঠফাটা রোদের তাপে বাতাসে আগুনের হল্কা বইছে। মাঠ ঘাট তো দূরের কথা ঘরবাড়িতে থাকা দূরহ হয়ে পড়ছে। ফ্যানের বাতাসেও ভেপসা গরমের মানুষ ঘামে ভিজে যাচ্ছে। অথচ কলারোয়ার গ্রামাঞ্চলে দুপুরের পর থেকে রাত ১০ট পর্যন্ত ভ্যাপসা গরমের মধ্যে কমপক্ষে ৩/৪ বার প্রায় ঘণ্টা ব্যাপি লোডশেডিং চলছে। এতে বৃদ্ধ ও শিশুদের দম আটকে আসছে।
বাধ্য হয়ে মানুষ ঘরবাড়ি ছেড়ে একটু স্বস্তির আশায় দিনে গাছের নিচে আর রাতে খোলা আকাশের নিচে আশ্রায় নিচ্ছে। তবুও গরমের হাত থেকে একটু স্বস্তি মিলছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ