রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কলাপাড়াসহ উপকূলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। গত সোমবার সন্ধ্যা ছয়টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.২ ডিগ্রী সেলসিয়াস। তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। একটু প্রশান্তির আশায় অনেকেই আশ্রয় নিচ্ছেন গাছ তলায়। এদিকে তীব্র তাপপ্রবাহে ফেটে চৌচির গ্রামীণ মাঠ ঘাট। শুকিয়ে গেছে অধিকাংশ পুকুর নালা। প্রচন্ড খড়ায় দু:শ্চিন্তায় পড়েছেন মৌসুমী সবজি চাষিরা। জেলার সকল হাসপাতাগুলোতে বেড়েছে চর্ম ও ডায়রিয়া রোগীর সংখ্যা। তবে এই অবস্থা আরও কয়েকদিন বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কলাপাড়া পৌর শহরের কাঁচাবাজার এলাকার দিনমজুর জামান মিয়া জানান, গতকাল মঙ্গলবার কলাপাড়া হাটের দিন। সকালে ট্রলারযোগে বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু কাঁচামাল এসেছে। ট্রলার থেকে এগুলো তুলতে বেশ বেগ পেতে হয়েছে। শুধু গরম আর গরম। ঘেমে একাকার হয়ে গেছি। একই এলাকার পঞ্চাশোর্ধ্ব রিক্সা চালক সমির মিয়া জানান, এতো রোদের তাপ আগে কখনো পড়েনি। কয়েকদিন পর্যন্ত অসহনীয় গরম পড়ছে। রাস্তায় রিক্সা নিয়ে বেড়োনো দায় হয়ে যাচ্ছে। তারপরও পেটের তাগিদে বের হচ্ছি।
নীলগঞ্জ ইউনিয়নের কৃষক মালেক মিয়া জানান, বেশ কয়েকদিন ধরে প্রচন্ড রোদ পড়ছে। এভাবে রোদ পড়তে থাকলে গাছ পালা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রোদ্রের খড়তাপে মাঠ-ঘাট ফেটে গেছে। এভাবে চলতে থাকলে আমরা সবজি চাষিরা বড় ক্ষতির মুখে পড়বো। টিয়াখালী ইউনিয়নের জাহাঙ্গীর মিয়া জানান, খাল বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। কিন্তু বর্তমানে প্রচন্ড রোদের তাপে অধিকাংশ খাল ও পুকুর শুকিয়ে গেছে। বলতে গেলে বর্তমানে আয় রোজগার অনেকটা কমে গেছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, আগামীকাল বৃহস্পতিবারের আগে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এছাড়া পুরো সপ্তাহ তাপপ্রবাহের বর্তমান অবস্থা বিরাজ করতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।