Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় বাড়ছে অসচ্ছল বিচারপ্রার্থীর সংখ্যা

সাদিক মামুন, কুমিল্লা থেকে | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

ফৌজদারি, দেওয়ানি ও পারিবারিক বিষয়ে বিনা খরচে আইনসেবা, পরামর্শ ও বিকল্প বিরোধ নিস্পত্তির সেবা পেতে গরিব, অসহায়, অস্বচ্ছল বিচারপ্রার্থীর সংখ্যা বেড়েই চলছে কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের তৃতীয় তলায় অবস্থিত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা বা লিগ্যাল এইড অফিসে।
আইনি অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার ব্যবস্থায় প্রবেশে অক্ষম অসহায় জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে লিগ্যাল এইড অফিসগুলো সারাদেশেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কুমিল্লায় এ অফিসের কার্যক্রম ব্যাপক সাড়া জাগিয়েছে। প্রান্তিক অঞ্চলে সংস্থাটির প্রচারণাও বেড়েছে।
আগামীকাল ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবসে সব শ্রেণি-পেশা মানুষের অংশগ্রহণ লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে এমন আশাবাদ ব্যক্ত করে এদিন সকাল সাড়ে ৯টায় আদালত প্রাঙ্গণে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ্।
কুমিল্লা লিগ্যাল এইড অফিসে কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন সহকারি জজ পদমর্যাদার এফ এম শেফায়েত ছালাম। সংস্থাটির কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে অসহায় দরিদ্র বিচার প্রার্থীরা বিনা খরচে সার্বিক ও যথাযথ আইনি সহায়তার সুফল পাচ্ছেন। এটি সরকারি আইনি সহায়তা কার্যক্রমের মাধ্যমে জনকল্যাণমুখি ও যুগান্তকারি সফল কার্যক্রম। এধরণের কার্যক্রম পরিচালনার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি এ সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ