Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা মামুন মাহমুদকে ছুরিকাঘাতের ঘটনায় সিদ্ধিরগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ৮:৩৬ পিএম

নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সোনারগাঁ ফজলুল হক মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক অধ্যাপক মামুন মাহমুদকে ছুরিকাঘাতের ঘটনায় মানববন্ধন করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতারা। আজ মঙ্গলবার বিকাল ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড ডাচ-বাংলা ব্যাংকের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা।

রাজধানীর দারুস সালাম রোডে নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্নার অফিসে গতকাল সোমবার ইফতার শেষে নামাজের জন্য বের হলে সন্ধ্যা সাতটার দিকে পল্টন কস্তুরি হোটেলের সামনে ৩/৪ জন দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। মামুন মাহমুদকে উদ্ধার করে সোমবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার ব্যক্তিগত সহকারী দিদার মহসিন। সেই থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এ হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকাল ৩ টায় সিদ্ধিরগঞ্জের একটি মাননবন্ধন করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা-কর্মীরা। মানববন্ধন শেষে মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব শাহ আলম হীরা, বিএনপি নেতা টিএইচ তোফা, গাজী মনির, জাহাঙ্গীর আলম, গুলজার হোসেন, মামুন, মোজাম্মেল, বাবু ছাড়াও যুবদল, ছাত্রদল, তাঁতীদল ও শ্রমিকদলের নেতকার্মীরা উপস্থিত ছিলেন।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ