Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে বিটিভির প্রযোজনায় তিন নাটক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

বরাবরের মতো এবারও বর্নাঢ্য আয়োজনে সেজেছে বিটিভির ঈদের অনুষ্ঠানমালা। এরমধ্যে বিটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে তিনটি একক নাটক। হারুন রশীদের রচনায় ও মাহফুজার রহমানের প্রযোজনায় ‘ও বাবা, আলীবাবা’ প্রচার হবে ঈদের দিন রাত আটটার বাংলা সংবাদের পর। অভিনয় করেছেন হারুন রশীদ, ফজলুর রহমান বাবু, সোলায়মান খোকা, ফারহানা মিলি, ফারহানা মিঠু, রমিজ রাজু, আরিফ হোসেনসহ আরো অনেকে। পান্থ শাহরিয়ারের রচনা ও সাদিকুল ইসলাম নিয়োগীর প্রযোজনায় নাটক ‘অতঃপর সাত দিন’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত আটটার বাংলা সংবাদের পর। অভিনয় করেছেন সজল, নোভা ফিরোজ, খলিলুর রহমান কাদরী, রাজু আহসান, ফারজানা লীনা, হাসান মাহমুদ, সানজিদা রহমান মীম, জান্নাতুল ফেরদৌস, আহসান হাবীব বিপুসহ আরো অনেকে। আনজীর লিটনের রচনায় এবং আফরোজা সুলতানার প্রযোজনায় হাস্যরসাত্মক নাটক ‘মধুবাগের মন্টু ভাই’ প্রচার হবে ঈদের চতুর্থ দিন রাত আটটার বাংলা সংবাদের পর। অভিনয় করেছেন ডলি জহুর, আজিজুল হাকিম, ফারজানা ছবি, শুভাশিস ভৌমিক, প্রাণ রায়, আমিন আজাদ, হুমায়রা হিমু, শারমিন শর্মী, রুমু রোজা খান ও নিসা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ