Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

তারলা দালাল-এর বায়োপিকে হুমা কুরেশি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

শাড়ি, অদ্ভুত চুলের ধাঁচ, কোমলে বেলন... এক নজরে চেনাই যায় না এই বলিউড নায়িকাকে। তারলা দালাল-এর বায়োপিক ‘তারলা’-তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন হুমা কুরেশি। খাবার নিয়ে লেখিকা ও শেফ তারলা দালালের বায়োপিকের প্রথম লুকই চমকে দিয়েছে দর্শকদের। ছবির পরিচালনা করবেন পীযূষ গুপ্তা। তারলা দালাল ছিলেন একজন ভারতীয় শেফ, ফুড কলামিস্ট। আপাতত মুম্বাইয়ে একটি স্টুডিওতে শুরু হয়েছে ‘তারলা’ ছবির শুটিং। আপাতত মাত্র কয়েকদিনের শুটিং রয়েছে। জানা গিয়েছে, এই সময়ের মধ্যেই হুমা ছবির প্রায় সব গুরুত্বপূর্ণ অংশের কাজ শেষ করে ফেলবেন। প্রয়াত শেফের জীবন নিয়ে তৈরি হচ্ছে ‘তারলা’। ছবি প্রসঙ্গে প্রযোজক অশ্বিনী আইয়ার তিওয়ারি জানান, ‘তারলা’ ছবির গল্পটি একজন সাধারণ মানুষ থেকে একজন কিংবদন্তি শেফ হওয়ার গল্প নিয়ে তৈরি। এই ছবি একজন কর্মজীবী মায়ের গল্প। যিনি একা হাতে ভারতে নিরামিষ রান্নার চেহারা পরিবর্তন করেছেন। ছবি সম্পর্কে হুমা কুরেশি বলেন, তারলা দালাল আমাকে আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছে। আমার মায়ের রান্নাঘরে তারলা দালালের বইয়ের একটি কপি ছিল। আমাদের স্কুলের টিফিনের জন্য মা সেই বই দেখে নতুন রেসিপি দেখে বানিয়ে দিতেন। আমার সেই দিনটি খুব মনে পড়ে, যেদিন মা তারলা দালালের বই দেখে আমের আইসক্রিম বানিয়েছিলেন এবং আমি তাঁকে সাহায্য করেছিলাম। ২০০৭ সালে পদ্মশ্রী পুরষ্কারে সম্মানিত হন ‘তারলা'। ২০১৩ সালে ৭৭ বছর বয়সে মৃত্যু হয় তারলার। বলিউডে একের পর এক বায়োপিকের ঝড়। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা খুব শীঘ্রই ব্যাট হাতে নামতে চলেছেন মাঠে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ফাস্টবোলার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ ছবিতে অভিনয় করতে চলেছেন আনুশকা। মুখ্য চরিত্রে তিনিই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ